পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনুত্তীর্ণ বিষয়ে পুনরায় পরীক্ষার সুযোগের বিজ্ঞপ্তি প্রকাশ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অনুত্তীর্ণ বিষয়ে পুনরায় পরীক্ষার সুযোগ
পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সভাপতি শ্রী চিরঞ্জিব ভট্টাচার্য মহাশয় গত শুক্রবার (13-Jun-2024) জানান, এ বছর থেকে ঐচ্ছিক বিষয়ের সুবিধা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও কোন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী চাইলে অনত্তীর্ণ বিষয়ে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারেন। এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। উক্ত নোটিফিকেশন বা বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল এই ওয়েব পেজের নিচে দেওয়া হল।
উচ্চ মাধ্যমিক কোন পরীক্ষার্থী বাংলা ও ইংরেজি বাদে মূল তিনটি বিষয়ের কোন একটিতে ফেল করলে এবং ঐচ্ছিক বিষয়ে পাশ করলে তার ঐচ্ছিক বিষয়টি মূল এবং মূল বিষয়টি ঐচ্ছিক হয়ে যায়। এভাবে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন যাবত পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে পাশ করার সুযোগ পেয়ে থাকেন। এভাবে পাশ করার ফলে পরীক্ষার্থীরা যে বিষয়ে ফেল করেছিলেন সে বিষয়ে পরীক্ষা দেওয়ার আর কোন সুযোগ থাকে না।
উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের মাননীয় সভাপতি জানিয়েছেন এ বছর থেকে ঐচ্ছিক বিষয়ে সুবিধা নিয়ে পাশ করার পরেও কোন পরীক্ষার্থী চাইলে এই সুবিধা নাও নিতে পারেন, সে ক্ষেত্রে পরীক্ষার্থীকে নির্দিষ্ট দিনের মধ্যে তাদের মার্কশিট জমা দিয়ে দিতে হবে। এবং ফেল করা মূল বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য পরের বছরের ফর্ম ফিলাপ করতে হবে।
আবার তিনি এও বলেন যে উক্ত পরীক্ষার্থী যদি মনে করেন সমস্ত বিষয়ে আবার তিনি পুনরায় পরীক্ষা দিবেন তারও সুযোগ থাকছে। পরীক্ষার্থীরা সমস্ত বিষয়ে পুনরায় পরীক্ষা নিতে হলে ৩১ শে জুলাই এর মধ্যে তাদের মার্কশিট জমা দিয়ে দিতে হবে।
পর্ষদ সভাপতি জানান এক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা স্নাতক স্তরে বিভিন্ন শাখায় তাদের নিজের পছন্দের বিষয় নিয়ে পড়ার সুযোগ পেতে পারেন। তিনি উদাহরণ দিয়ে বলেন – কোন পরীক্ষার্থী স্নাতক স্তরে পদার্থবিদ্যা নিয়ে পড়তে চান কিন্তু কোন কারণে উচ্চমাধ্যমিকে অন্যতম মূল বিষয় পদার্থবিদ্যাতে তিনি ফেল করেছেন অথচ ঐচ্ছিক বিষয়ে পাশ করায় সেটি তার মূল বিষয় হয়ে যায়। এবং সে উচ্চ মাধ্যমিক পাশ করে যাবে কিন্তু পদার্থবিদ্যা বিষয় নিয়ে ভবিষ্যতে তার আর পড়ার সুযোগ থাকবে না। যেহেতু ঐচ্ছিক বিষয় তার অন্য বিষয় থাকায় সেই বিষয়ে পাশ করেছেন, কিন্তু পদার্থবিদ্যাতে তিনি ফেল করেছেন।
তাছাড়াও যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার চিন্তা-ভাবনা করছেন, তাদের ক্ষেত্রেও এটি বিশাল সুযোগ হতে পারে। মূল বিষয় হিসেবে বায়োলজি থাকলেও পরীক্ষার্থীর সে বিষয়ে ফেল করেছেন। কিন্তু ঐচ্ছিক বিষয়ের সুবাদে তিনি পাস করেছেন সে ক্ষেত্রে তিনি ডাক্তারি পড়তে পারবেন না। আগামী দিনে এই অসুবিধা দূর করার জন্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হচ্ছে।
WB HS Examinee Opportunity to Re-exam the Failed Subjects.