উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের অভিনব বিক্ষোভ দুর্নীতির প্রতিবাদে
রাজ্যে দুর্নীতির প্রতিবাদে জেলা যুব কংগ্রেসের অভিনব বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা – রায়গঞ্জ : উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে রায়গঞ্জ শহরের উপকণ্ঠে বিদ্রোহী মোড়ে বিভিন্ন দুর্নীতিতে জর্জরিত সরকারের পদত্যাগের দাবিতে আজকে এক অভিনব বিক্ষোভ কর্মসূচি পালন করল।
উত্তর দিনাজপুর জেলার একমাত্র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনৈতিকভাবে নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির নানা অভিযোগ এবং সেই সঙ্গে সারা রাজ্য জুড়ে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এক অভিনব বিক্ষোভ প্রদর্শন উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেস কমিটির।
উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি শ্রী তুষার গুহ ও রায়গঞ্জ শহর যুব কংগ্রেস সভাপতি নেতৃত্বে আজকের এই বিক্ষোভ সভা সংঘটিত হয়।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গে:
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি ও রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মাননীয় শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয় বারবার সরব হয়েছেন। জেলা দপ্তরেও ডেপুটেশন দিয়েছেন, এমনকি বিধানসভাতেও তিনি সরব হয়েছিলেন।
শিক্ষক নিয়োগ দুর্নীতি সারা রাজ্য জুড়েই হয়েছে বলে মনে করেন। ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এখন ইডি আধিকারিকদের হেফাজতে। ইডি আধিকারিকরা দাবি করছেন শিক্ষক দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির।
বাংলার যুবক যুবতীদের ও আগামী প্রজন্মকে কি আন্দোলনের এক নতুন দিশা দেখাবে?
তিনি বলেন, জেলায় বহু যুবক যুবতীকে শিক্ষক পদে নিয়োগের প্রতিশ্রুতি ও নিয়োগের বিনিময়ের লক্ষ লক্ষ টাকা তাদের দালালদের হাত হয়ে পার্থর কাছে পৌঁছেছে। তাই উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের আজ দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের পদত্যাগের দাবিতে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে যে অভিনব শান্তিপূর্ণ অর্ধনগ্ন বিক্ষোভ, তা বাংলার যুবক যুবতীদের ও আগামী প্রজন্মকে আন্দোলনের এক নতুন দিশা দেখাবে।
মাননীয় যুব জেলা সভাপতি তুষার গুহ বলেন, রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনৈতিকভাবে পদোন্নতির পিছনে লক্ষ লক্ষ টাকা আর্থিক লেনদেন বলে মনে হচ্ছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। আসল কথা হল পার্থ বাবু শিক্ষামন্ত্রী ও অনিল বাবু উপাচার্য থাকাকালীন শিক্ষক নিয়োগের বিনিময়ে টাকা তোলার অভ্যেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুলতে পারছেন না।
তিনি আরোও বলেন, রাজ্যজুড়ে বেআইনি নিয়োগ ও পার্থ চ্যাটার্জীর গবেষণায় সহযোগিতা করার পুরস্কার হিসেবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্বে বসা উভয় আধিকারিকের পদত্যাগের দাবিতে যুব কংগ্রেস লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।
আরও খবর – পদত্যাগের দাবিতে কলেজ স্ট্রিটে ছাত্র
Uttar Dinajpur District Youth Congress Protest Program Against Various Corruption in the State.