পশ্চিমবঙ্গের SSC দ্বারা নিযুক্ত যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি আগামী ২০২৬ এর ৩১শে আগস্ট পর্যন্ত
Supreme Court Extends,
State: West Bengal
Untainted Teachers Job
পশ্চিমবঙ্গের (West Bengal) ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি সুপ্রিম কোর্টের
নিজস্ব সংবাদদাতা—কলকাতা: পশ্চিমবঙ্গের ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধি সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী বছরের ৩১শে আগষ্ট পর্যন্ত।
নবম দশম ও একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট (Supreme Court) রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে (SSC) আগামী ২০২৬ এর ৩১শে আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। ততদিন পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদও বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট।
প্রকাশ থাকে যে, পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) বিগত ২০১৬ এর পরীক্ষায় নিযুক্ত ২৬০০০ চাকরির বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছিল। এবছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং ততদিন পর্যন্ত যাতে স্কুলে শিক্ষকের অভাব না হয়। তার জন্য চাকরিহারাদের মধ্যে ‘যোগ্য’ বলে চিহ্নিতদেরও ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট।
কিন্তু উক্ত নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে না বলে স্কুল সার্ভিস কমিশন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। একাদশ-দ্বাদশের জন্য অতিরিক্ত ১৫ দিন এবং নবম-দশমের জন্য অতিরিক্ত তিন মাস সময় তারা চেয়েছিল।
চাকরিহারা শিক্ষকদের স্বস্তি
সুপ্রিম কোর্টের এই দীর্ঘ আট মাস সময় দেওয়ার নির্দেশের ফলে সাময়িকভাবে যোগ্য চাকরিহারা শিক্ষকরাও কিছুটা হলেও স্বস্তি পেলেন।
সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলক আরাধের বেঞ্চে রাজ্যের আইনজীবী নীরজ কিষেণ কৌল জানান, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও অন্তত মাস দুয়েক সময় লাগবে। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শুরু হবে আগামী বছরের মার্চ মাস নাগাদ। বিচারপতি কারণ জানতে চান। কিষেণ কৌল বিচারপতিকে জানান, প্রচুর আবেদন খতিয়ে দেখতে হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রার্থীদের ইন্টারভিউয়ে বসার ব্যবস্থা করতে হচ্ছে। তারপরে স্বাস্থ্যপরীক্ষা যাচাই রয়েছে। অনেক প্রার্থী এখন রাজ্যের বাইরে থাকছেন। তাঁদের পুলিশি যাচাই শেষ করতে হবে। তাঁদের নিয়োগ করতে জুন মাস হয়ে যাবে।
পশ্চিমবঙ্গের SSC দ্বারা নিযুক্ত ‘যোগ্য’ চাকরিহারাদের আইনজীবী পিএস পাটওয়ালিয়া আগামী ২০২৬ এর ৩১শে আগস্ট পর্যন্ত সময়সীমার আর্জি জানান। মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য মহাশয় আপত্তি তোলেন।
চাকরিহারা শিক্ষকদের প্রশ্ন থেকেই গেল
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে চাকরিহারা এক শিক্ষিকা বলেন মেয়াদ বাড়ল ঠিক আছে, কিন্তু চাকরির নিশ্চয়তা কি থাকলো? তাদের প্রশ্ন থেকেই গেল। নতুন নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাদের অনেকেই নথি যাচাইয়ে ডাক পাননি, ২০২৬ সালের ৩১শে আগস্ট এর পরে তাদের কি হবে। যোগ্য চাকরিহারা আর এক শিক্ষক বলেন, আমরা চাইছি যোগ্য চাকরিহারারা যেন কেউ বঞ্চিত না হন। আমাদের নজর সেদিকেই থাকবে।
Supreme Court Extends the Service Tenure of Untainted Teachers who Lost their Jobs in West Bengal

