Thursday, October 9, 2025
HomeWest BengalRetain Qualified Teachers Jobযোগ্য শিক্ষকদের চাকরি বহাল নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত - সুপ্রিম কোর্টের...

যোগ্য শিক্ষকদের চাকরি বহাল নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত – সুপ্রিম কোর্টের নির্দেশ সরকারকে

যোগ্য শিক্ষকদের চাকরি বহাল নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত – সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারকে

যোগ্য শিক্ষকদের চাকরি বহাল নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত – সুপ্রিম কোর্টের নির্দেশ সরকারকে

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত নির্দোষ শিক্ষকদের চাকরি বহাল। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী আজ চাকরিহারা পশ্চিমবঙ্গ রাজ্যের। তবে কিছুটা স্বস্তি পেল রাজ্য সরকার। আগামী ৩১শে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন জারি করতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছেন বলে সংবাদ সূত্রে জানা যায়। নবম দশম, একাদশ দ্বাদশ-এর শিক্ষক, গ্রুপ সি ও গ্রুপ ডি এই চারটি ক্ষেত্রেই চলতি বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে গতকাল বৃহস্পতিবার (17.4.2025) এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ শিক্ষা কর্মীদের বিষয়ে কোনো নির্দেশ জারি করা হয়নি।
সুপ্রিম কোর্টের এ নির্দেশে খুশি রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিছুটা স্বস্তি পেলেও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেন, চলতি বছরের ৩১ শে মে’র মধ্যে পর্ষদকে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। সেই নির্দেশ না মানলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে এবং জরিমানাও হতে পারে।

মূল মামলাকারী বঞ্চিত শিক্ষকদের পক্ষে এদিন ভার্চুয়াল মাধ্যমে এজলাসে হাজির ছিলেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সশরীরে উপস্থিত ছিলেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী ফেরদৌস শামীম। তারা সুপ্রিম কোর্টের এই নির্দেশের কোন বিরোধিতা করেন নি। সুপ্রিম কোর্টের এই বেঞ্চের শুনানি শেষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যবাবু বলেন সাময়িকভাবে এটা স্বস্তি নয়, এটা ব্যাপক অস্বস্তি। এখনও অযোগ্য চিহ্নিত হননি যারা, তাদেরও চাকরি ডিসেম্বরে চলে যাবে। অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এই সরকারকে।

পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান এই রায় কিছুটা হলেও আশাব্যঞ্জক। আগামী ২১ তারিখ যোগ্যদের তালিকা প্রকাশের কথা এসএসসির। এখন আন্দোলনকারীদের আন্দোলন স্তিমিত হওয়া উচিত। এদিকে রাজ্য সরকার অযোগ্যদের থেকে বেতন ফেরতের প্রক্রিয়া শুরু না করায় আদালত অবমাননার মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে।

সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় – অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন সহকারী শিক্ষকদের জন্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আবেদন অনুমোদন করা হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যাতে কোন সমস্যা বা ক্ষতিগ্রস্ত না হয়, সে কথা মাথায় রেখেই গতকাল বৃহস্পতিবার এই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, চলতি বছরের আগামী ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলা হবে। যোগ্য শিক্ষকদের মধ্যে অবশ্য বলতে শোনা যায়, এ রায়ে রাজ সরকার স্বস্তি পেলেও, তাদের জন্য কোন স্বস্তি নয়। তারা এখনো রইলেন অন্ধকারে। তারা আপাতত কাজে যোগ দেবেন, কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা পরীক্ষায় বসবেন না। যতদিন না শীর্ষ আদালত থেকে তারা ন্যায় বিচার পাচ্ছেন ততদিন আন্দোলন চলবে।

Supreme Court Orders to West Bengal to Retain Qualified Teachers Job until New Appointment

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular