PM Modi’s Helicopter নদিয়ার তাহেরপুরে নামতে পারল না, কলকাতা থেকেই অডিয়ো বার্তায় তাঁর ভাষণ
PM Modi’s Helicopter তাহেরপুরে নামতে পারল না ঘন কুয়াশার কারণে, অডিয়ো বার্তায় তাঁর ভাষণ
নিজস্ব সংবাদদাতা কলকাতা: খারাপ আবহাওয়ার কারণে ভেস্তে গেল নদিয়া জেলার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরের সভায় মোদী দর্শন। এ দিন তাহেরপুরে কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার। পুনরায় কলকাতায় ফিরে আসতে হয়েছে প্রধানমন্ত্রীকে। যদিও তারপরে সড়কপথে তাহেরপুর পৌঁছনোর কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই বিষয়ে প্রস্তুতিও নেওয়াও হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সশরীরে তাহেরপুর পৌঁছতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা থেকেই অডিয়ো বার্তায় তাঁর ভাষণ শুনল তাহেরপুরের জমায়েত।
ঘন কুয়াশার কারণে শনিবার তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। তা ফিরে এসেছে কলকাতা বিমানবন্দরে। জানা যায়, তিনি বেলা সাড়ে ১২টার সময়ে কলকাতা বিমানবন্দরেই রয়েছেন। সূত্রের খবর, সড়কপথে তাহেরপুরে পৌঁছতে পারেন মোদী। কিন্তু শেষ পর্যন্ত সশরীরে তাহেরপুর পৌঁছতে পারলেন না নরেন্দ্র মোদী খারাপ আবহাওয়ায়। কলকাতা থেকেই অডিয়ো বার্তায় তাঁর ভাষণ শুনল তাহেরপুরের জমায়েত।
আজ শনিবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই জন্য সকাল থেকেই জমা হতে শুরু করেছিল দলীয় নেতা, কর্মী ও সমর্থকেরা এবং এলাকার আপামর জনগন।
তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে মোদীর সভাস্থলের অদূরেই তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী হেলিপ্যাড। সেখানেই অবতরণ করানোর কথা ছিল প্রধানমন্ত্রীর কপ্টারটি। এ দিন সকাল ১০টা ৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। রাজ্যের তরফে তাঁকে সেখানে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যসচিব মনোজ পন্থ। এর পরে হেলিকপ্টারে করে তাহেরপুর রওনা দেন মোদী। কিন্তু এ দিন সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকা কুয়াশায় ঢাকা রয়েছে। দৃশ্যমানতা একেবারে কম থাকার কারণে কপ্টারটি পুনরায় ফিরে আসে কলকাতাতেই।
সূত্রের খবর, তিনি সড়ক পথেই যাচ্ছেন নদিয়ার তাহেরপুরে কিন্তু তা আর সম্ভব হয়ে উঠলো না ঘন কুয়াশার কারণে। সেখানে তাহেরপুরের রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। অবশেষে তাহেরপুরের জনসভায় রাজ্য বিজেপির সভাপতি জানিয়ে দেন ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাহেরপুর থেকে প্রায় ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন বলে কথা ছিল মোদীজির। পাশাপাশি এ দিন রাজনৈতিক সভাতেও বক্তব্য রাখার কথা ছিল প্রধানমন্ত্রীর।
Prime Minister Modi’s helicopter could not land in West Bengal at Taherpur due to dense fog.

