Arpita-Partha Chatterjee: পার্থ-যোগে হঠাৎ বড়লোক অর্পিতার মামারাও – ভাইয়ের চাকরি!
পার্থ-যোগে হঠাৎ বড়লোক অর্পিতার মামারাও – ভাইয়েরও চাকরি!
নিজস্ব সংবাদদাতা – কলকাতা : পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আরো নতুন নতুন তথ্য আসতে শুরু করেছে। আবারও নতুন করে পার্থযোগ দেখা দিল হুগলিতেও। জাঙ্গিপাড়ায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের মামাদের নতুন বাড়ি তৈরি করে দেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রামবাসীরা বলেন, একটি নয় দুটি বাড়ি তৈরি করে দেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সামনে এলো সেই চাঞ্চল্যকর তথ্য। শুধু বাড়ি তৈরি করে দেওয়া নয় অর্পিতা-পার্থ যোগে তাঁর আত্মীয়দের চাকরি হয় বলেও অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা।
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পরেই তাকে গ্রেফতার করেছে ইডি (Enforcement Directorate) আর তারপরেই সামনে এসেছে এই নানান ঘটনার কথা। তার বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেতে ইডিআধিকারিকরা তদন্ত চালাচ্ছেন। এদিকে জানা যায়, মামাবাড়ির সবাই বাড়িতে তালা দিয়ে চলে গেছে।
পার্থ-যোগে হঠাৎ বড়লোক অর্পিতার মামারাও – ভাইয়ের চাকরি!
হুগলির দিলকাশ গ্রাম পঞ্চায়েতের মথুরাবাটি গ্রামে অর্পিতার মামার বাড়ি। এক মামা তপন চক্রবর্তী একদম সাধারণ নিম্নবিত্তের মানুষ বলেই পরিচিত। কিন্তু কিছুদিনের মধ্যেই তার অবস্থা আচমকায় বদলে যায়। গ্রামবাসীরা অথবা হয়ে যায়। কিন্তু কেউ কিছু বলতে পারেন না যেহেতু ভেতরের ব্যাপার কেমন করে হঠাৎ করে বড়লোক হয়ে গেল গ্রামবাসীরা এই নিয়ে কানাঘুষো করতে থাকে। তাদের একটি পুরাতন বাড়ি ছিল সেটি কেউ ঘষেমেজে একেবারে চকচকা করা হয়েছে নতুন করে। একসময় অর্পিতার মামাদের দারিদ্র্যের ছাপ ছিল সেটা গ্রামবাসী জানান। এখন সেখানে বাড়ি গাড়ি থেকে শুরু করে আরো অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা বর্তমান।
গ্রামবাসীরা আরো জানান যে জাঙ্গিপাড়ায় মথুরাবাটি গ্রামে অর্পিতার মামাবাড়িতে মাঝেমধ্যেই অর্পিতাকে নিয়ে আসতেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নতুন বাড়ি তৈরি করে দেন পার্থ বাবুই ,পাশে আরোও একটি বাড়ি তৈরি করে দেন। গ্রামবাসীরা তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, বাড়ি তৈরির জন্য জোর করে তাদের জমি দখল করে নেওয়া হয়। তারা প্রভাবশালী নেতা-মন্ত্রী বলে কেউ সাহস পেতেন না তাদের উপরে কথা বলার। তারপরে তারা দেখলেন একদিন হঠাৎ করেই অর্পিতার মামাতো ভাই কুন্তল চক্রবর্তী চাকরি পেয়ে যান, অথচ পড়াশোনায় তেমন ভালো ছিলেন না।
মথুরাবাটিতে অর্পিতার মামাবাড়ির সামনে পুকুরে মাছ ধরতেন মন্ত্রী
গ্রামবাসীদের থেকে জানা যায়, মথুরাবাটিতে অর্পিতার মামাবাড়ির সামনে পুকুর রয়েছে। তাদের দাবি সেই পুকুরে ছিপ ফেলে পার্থ বাবুকে মাছ ধরতেও দেখেছন। অর্পিতার মামার বাড়িতে দুর্গাপূজা হয়, সেই পুজোতেও সেই মন্ত্রী অর্পিতাকে সঙ্গে করে নিয়ে এসেছেন। এবং বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যেতেন। অর্পিতার মামাবাড়ি চত্তরে তখন পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যেত। গ্রামবাসীরা তাদের ধারে-পাশে আসতে ভয় ও সংকোচ করতেন।
আরোও পড়ুন – পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে এত টাকা কিভাবে এলো?
তবে এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির ফ্লাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 21 কোটি 90 লক্ষ টাকা এবং ৫৮ লক্ষ টাকার গয়না, ৫৪ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা সহ মোবাইল আরও অন্যান্য নথিপত্র। এত টাকা কোথা থেকে এল? এর সঠিক সদুত্তর দিতে পারেনি বলে ইডি অর্পিতাকে গ্রেপ্তার করায় গ্রামের মানুষেরা এখন মুখ খুলছেন।