Thursday, October 9, 2025
HomeWest BengalPartha Chattopadhyay Arrestপার্থ চট্টোপাধ্যায়কে জেরার পর গ্রেফতার ইডির

পার্থ চট্টোপাধ্যায়কে জেরার পর গ্রেফতার ইডির

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার – পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জেরার পর গ্রেফতার করেছে ইডি

ED arrested Partha Chatterjee and Arpita after interrogation

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতা ম্যারাথন জেরার পর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা – কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী, তৃণমূলের মহাসচিব ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি কয়েক ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ শনিবার সকাল দশটায় গ্রেফতার।

রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গতকাল শুক্রবার সকালে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ইডি) এর আধিকারিকরা হাজির হন আর সেই থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সারাদিন টানা প্রায় ২৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত্রি প্রায় পৌনে এগারোটা নাগাদ আরোও ইডি আধিকারিক আসেন। চলতে থাকে জিজ্ঞাসাবাদ। আজ শনিবার সকালেও জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে এত টাকা কিভাবে এলো? কোথায় পেল?

জানা যায়, Enforcement Department (ED) ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়। তাকে ইডির আধিকারিকরা তারপরেই গাড়িতে তুলে নিয়ে যান। প্রথমে তারা বাইপাস দিয়ে মা ফ্লাইওভারের দিকে যায়, কিন্তু কনভয় ফিরে যায় অন্যদিকে।

বারবার রাস্তা বদলের পর অবশেষে দেখা যায় জোকার ই এস আই হাসপাতালের সামনে তাকে নিয়ে ইডি আধিকারিকদের গাড়ি এসে উপস্থিত হয়।

আরো পড়ুন- অর্পিতা মুখোপাধ্যায় : অর্পিতার মা বললেন মেয়ের কাছে এত টাকা কিভাবে এলো? কোথায় পেল? জানিনা।

ইডি আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কে সেই হাসপাতালের ভিতরে নিয়ে যায় শারীরিক পরীক্ষার জন্য। ঘন্টাখানেক ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার পর ইডির আধিকারিকরা তাকে নিয়ে আবার বেরিয়ে পড়েন। সেই সময় সাংবাদিকরা তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। তিনি উত্তরে শুধু বলেছেন নেত্রীর সঙ্গে কোন যোগাযোগ করতে পারিনি। তাকে ইডির আধিকারিকরা ব্যাঙ্কশাল আদালতে নিয়ে গেলেন।

বড়সড় কেলেঙ্কারি?

এদিকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে বিদেশি মুদ্রা, সোনা দানা ও ২০টি মোবাইল ফোন পাওয়া গেছে বলে গতকাল রাত্রেই টুইট করে জানিয়েছিল ইডি। ইডি সূত্রে জানা যায়, টাকা গোনার কাজ এখনো চলছে, এ পর্যন্ত ২১ কোটি টাকা গুনতে পেরেছেন ব্যাংক কর্মীরা। তদন্তে সঠিকভাবে সহযোগিতা করছে না পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, তাই তাকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।

ED arrested former education minister of West Bengal Partha Chattopadhyay and Arpita Mukhopadhyay after interrogation. Big Scam in Kolkata, West Bengal. Partha Chattopadhyay Arrest.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular