Kolkata High Court R. G. Kar হাসপাতালের সমস্ত অনিয়ম সংক্রান্ত ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইকে দিল।
কলকাতা হাইকোর্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সমস্ত অনিয়ম সংক্রান্ত ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইকে দিল।
নিজস্ব সংবাদদাতা – কলকাতা : কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (R. G. Kar Medical College and Hospital) প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট আখতার আলীর করা মামলা সহ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সমস্ত অনিয়ম সংক্রান্ত ঘটনার তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) সি বি আইকে দায়িত্ব দিয়েছে।
যেহেতু সি বি আই (CBI) ইতিমধ্যেই আর জি কর সংক্রান্ত মূল মামলা পরিচালনা করছে, তাই এই তদন্ত তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আজ শনিবার (২৪-০৮-২০২৪) সকাল ১০টার মধ্যে সিবিআইয়ের কাছে সমস্ত তদন্তের নথি হস্তান্তর করতে এসআইটিকে (SIT) নির্দেশ দিয়েছেন। সিবিআই তিন সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে আপডেট করবে বলে আশা করা হচ্ছে,আর রিপোর্ট আগামী 17 সেপ্টেম্বরের মধ্যে। মহামান্য আদালত প্রয়োজনে আখতার আলিকে নিরাপত্তার জন্য সিবিআই-এর কাছে যাওয়ার পরামর্শও দিয়েছে।