Firhad Hakim – সংখ্যালঘুরা একদিন সংখ্য়াগুরুর থেকেও বেশি সংখ্য়াগুরু হয়ে যাবে মন্তব্যে তীব্র সমালোচনা
ফিরহাদ হাকিম -সংখ্যালঘুরা একদিন সংখ্য়াগুরুর থেকেও বেশি সংখ্য়াগুরু হয়ে যাবে
নিজস্ব সংবাদদাতা কলকাতা: পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাহেব একটি অনুষ্ঠানে বলেন বলে দাবি করা হচ্ছে যে সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরুর থেকেও বেশি সংখ্যাগুরু হয়ে যাবেন। এই বিতর্কিত মন্তব্য নিয়ে চারিদিকে শোরগোল শুরু হয়েছে। পরে তিনি এ বিষয়ে অবশ্য নিজেকে ধর্মনিরপেক্ষ ভারতীয় বলেই জানিয়েছেন।
তার এই বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপির একাধিক নেতা তীব্র সমালোচনা করেছেন। বিজেপির বিশিষ্ট নেতা অমিত মালব্য (Amit Malviya) তীব্র সমালোচনা করে ভিডিও পোস্ট করেছেন। তাছাড়া তার দলের কিছু নেতাও সমালোচনা করছেন এই বিষয় নিয়ে।
ফিরহাদ হাকিম সাহেব একটি অনুষ্ঠানে কি বলেছেন? জা নিয়ে এত সমালোচনা হচ্ছেই বা কেন?
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম উক্ত অনুষ্ঠানে যা বলেছিলেন বলে শোনা যায় – আমরা এমন একটা সম্প্রদায়ের লোক যে সম্প্রদায় বাংলায় তো আমরা ৩৩ শতাংশ কিন্তু ভারতবর্ষে মাত্র ১৭ শতাংশ। আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি না, আমরা ভাবি যে আমাদের উপরে যদি আল্লাহের রহমত থাকে, তালিম যদি আমাদের পক্ষে থাকে, তাহলে একদিন আমরা মেজরিটি থেকেও মেজরিটি হয়ে যেতে পারি। আমরা যদি নিজেদের শক্তি দিয়ে এটা অর্জন করতে পারি তাহলে সেটা আল্লাহের কৃপা হবে।
ফিরহাদ হাকিম সাহেবের এই মন্তব্যকে ঘিরে বিজেপির অনেক নেতাই নানান কথা বলছেন। তীব্র সমালোচনা করছেন অনেকেই। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন – ‘উনার বক্তব্য আমি শুনেছি’, এসব বলার আগে ভেবে চিন্তে বলা উচিত। উনি বলতে চেয়েছেন ‘বাংলায় মুসলিম সমাজের মানুষেরা সংখ্যালঘু নয়, সংখ্যাগরিষ্ঠতায় চলে আসবে’।
আমি পুরমন্ত্রীকে কোরান পড়তে বলবো। আল্লাহ গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন, উনি এক শব্দে বিশ্বকে যেমন সৃষ্টি করতে পারেন তেমনি এক শব্দে বিশ্বকে শেষ করতে পারেন। তিনি কোন সম্প্রদায়ের মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখবেন, কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠাবেন সেটা তিনিই জানেন। তাই হাকিম সাহেব কেন বলেছেন, সেটা তিনিই জানেন।