হরিয়ানায় গোমাংস ভক্ষণকারী সন্দেহে বেঙ্গল অভিবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ
গোমাংস ভক্ষণকারী সন্দেহে হরিয়ানায় বাঙলার যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা – দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর এলাকার এক যুবককে গোমাংশ ভক্ষণের অপরাধে হরিয়ানায় গোরক্ষা কমিটির লোকজন তাকে পিটিয়ে মেরেছে বলে অভিযোগ, সংবাদসূত্রে জানা যায়। এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যায় বছর ২৩’র সাবির মল্লিক ও তার পাড়ার আরে’ক যুবক বছর তিনে’ক আগে ২৪ পরগনার বাসন্তী থেকে হরিয়ানায় বাড্ডা থানা এলাকায় কাজের সূত্রে সেখানে যায়। সেখানে ঠিকা শ্রমিক হিসাবে কাজ করতেন। সাবিরের নিকট আত্মীয় সুজাউদ্দিন সর্দার তার সঙ্গে থাকতেন।
সুজাউদ্দিন জানান – তারা যেখানে থাকতেন সেখানে গোমাংস খাওয়া নিষেধ ছিল। কিন্তু তাদের পাশাপাশি আসামের কিছু লোক ওখানে থাকতেন, তারা মাঝে মধ্যে গো মাংস খেতেন। গোরক্ষা কমিটির লোকজন গত (২৭.০৮.২০২৪) মঙ্গলবার সকালে সাবিরকে ঘর থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। আরোও জানা যায় সাবিরের সঙ্গে অসমের বাসিন্দা আসিরুদ্দিন নামে এক পরিযায়ী শ্রমিককেও তুলে নিয়ে যায়। পাশে একটি বাস স্ট্যান্ডের কাছে তাদেরকে মারধর করে। সেই সময় পথচারীরা বাধা দিলে তাদেরকে একটি মোটরসাইকেল করে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
সাবিরের শ্যালক সুজাউদ্দিন থানায় খবর দেন। পুলিশ খোঁজাখুঁজির পর সাবিরকে একটি খালের পাশে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের পরে গত (৩০.০৮.২০২৪) শুক্রবার সাবিরের মৃতদেহ বাসন্তীর বল্লারটপ গ্রামের বাড়িতে আনা হয়।
Bengal Migrant Allegedly Beaten to Death in Haryana on Suspicion of Eating Beef