Thursday, October 9, 2025
HomeWest BengalAmartya Senরাজ্যের বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন

রাজ্যের বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন

বঙ্গ বিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন।

Amarta-Sen-Refuse-Bangabibhusan

বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন কারন নিয়ে ধোঁয়াশা

নিজস্ব সংবাদদাতা – কলকাতা : রাজ্য সরকার বঙ্গবিভূষণ (Bangabibhusan) পুরস্কার ঘোষণা করেছে। কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সেই পুরস্কার নিচ্ছেন না। পারিবারিক সূত্রে জানা গেছে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড.অমর্ত্য সেন বর্তমানে বিদেশে রয়েছেন, এখনই দেশে ফিরছেন না। কিন্তু কেন তিনি বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না? পরিবারের পক্ষ থেকে সে বিষয়ে সঠিক কোন বার্তা প্রকাশ করা হয় নি।

রাজ্য সরকার ঠিক কি আয়োজন করেছে?

আগামীকাল সোমবার বঙ্গবিভূষণ সম্মাননা দেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। সরকার সেই আয়োজন করেছে। অমর্ত্য সেন ছাড়াও নোবেল বিজয়ী অভিজিৎ বিনায়ক ব্যানার্জিকেও এই সম্মান দেওয়া হবে। আজ, রবিবার অমর্ত্য সেনের পরিবার জানিয়েছে যে, তিনি রাজ্য সরকারের সম্মান নিচ্ছেন না। এখন তিনি বিদেশে। এই খবর প্রকাশ্যে আসতেই চারিদিকে শুরু হয় নানা গুঞ্জন।

এটা কি তবে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের প্রভাব?

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তবে কি তিনি সেই কারনেই রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান গ্রহণে অসন্মত হয়েছেন। অনেকেই সেই ঘটনারই প্রভাব বলে মনে করছেন।

এই গ্রেপ্তারের পর সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বঙ্গবিভূষণ সম্মান বয়কট করার জন্য অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ককে চিঠি লিখেছিলেন। তবে এই চিঠি পেয়েই কি মাননীয় অমর্ত্য সেন মহাশয় তাঁর মত পাল্টে ফেলেছেন। সঠিক কি কারন একমাত্র তিনিই এ বিষয়ে সকলকে আশ্বস্ত করতে পারেন।

সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ঠিক কী বলেছেন ?

রাজ্য সরকার রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মান দেয়। সুজন চক্রবর্তী মহাশয় অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি (Abhijit Vinayak Banerjee), কৌশিক বোস, দেবশঙ্কর হালদার এবং অন্যান্যদের কাছে রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান বয়কট করার আবেদন জানান। তিনি বলেন, এই রাজ্য সরকার কলুষিত, তাই তাদের দেওয়া সম্মান বয়কট করা উচিৎ।

তবে মাননীয় নোবেলজয়ী অর্থনীতিবিদ শ্রী অমর্ত্য সেন মহাশয় এই সম্মান না নেওয়ার কারণ হিসেবে সুজন চক্রবর্তী মহাশয়ের বিষয়টি নিয়েই ভাবছে অনেকে। কিন্তু পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট কোন কারণ পরিষ্কার ভাবে জানান নি, তাই নিশ্চিতভাবে পুরস্কার প্রত্যাখানের প্রকৃত কারণ এখনো সকলের অজানা।

Economist Amarta Sen Refuse Banga Bibhushan honor of State Govt of West Bengal

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular