R G Kar Case নয়া মোড় চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার
RG Kar কাণ্ডে চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার ওসি অভিজিৎ মণ্ডল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ
নিজস্ব সংবাদদাতা – কলকাতা : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের (R G Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেন এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আজ শনিবার রাতে সিবিআই (CBI) গ্রেপ্তার করেছে এই প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায়। পুর্বেই প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করা হয় এই হাসপাতালেরই আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায়।
আগামী ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার আর জি কর কাণ্ডের পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে। ঐ দিন তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে তদন্তকারী সংস্থা। শুনানির ৭২ ঘণ্টা আগেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হল। সূত্রের খবর, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টা, দেরিতে এফ আই আর দায়ের সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পরেও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আর জি কর হাসপাতাল থেকে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদে বসানো হয়েছিল এবং সে কথা জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে কলকাতা হাই কোর্টের নির্দেশে সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন। আন্দোলনরত চিকিৎসকরা দাবি করেছিলেন, স্বাস্থ্য দপ্তরের পদ থেকেও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরানো হোক। স্বাস্থ্য দপ্তরের সাসপেন্ড করার পাশাপাশি রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকেও সরানো হয় সন্দীপ ঘোষকে। সরানো হয় মেডিক্যাল কাউন্সিলের প্যানেল ও এথিক্স কমিটি থেকেও।
টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতারে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান আর জি কর হাসপাতালের চিকিৎসক খুনের ঘটনার তদন্তে খামতির পিছনে কলকাতা পুলিশের হাত, তাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
আর জি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল গ্রেফতার খবর চাউর হতেই, আন্দোলনকারী চিকিৎসকরা একে অপরকে আলিঙ্গন করে আবেগে কাঁদলেন।