Thursday, October 9, 2025
HomeWest BengalDilip Ghosh MarriageDilip Ghosh Marriage - কনের সাজে পাত্রী রিঙ্কু মজুমদার

Dilip Ghosh Marriage – কনের সাজে পাত্রী রিঙ্কু মজুমদার

Dilip Ghosh Marriage – দিলীপ ঘোষের বিয়ে, কনের সাজে পাত্রী রিঙ্কু মজুমদার

Dilip Ghosh Marriage 2025 to Rinku Majumder

নিজস্ব প্রতিনিধি- কলকাতা: বিজেপি নেতা ও প্রাক্তন পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি মাননীয় দিলীপ ঘোষ আজ সন্ধ্যায় কলকাতার নিউটাউনের নিজ বাসভবনে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আর এই খবরটা চাউর হতেই চারিদিক থেকে উপচে পড়ে শুভেচ্ছা বার্তা। কে নেই এই শুভেচ্ছা বার্তায়! এই খবর পেতেই বর্ধমান দুর্গাপুরের সাংসদ মাননীয় কীর্তি আজাদ উল্লাসে মাতলেন নিজ হাতে তৃণমূল কর্মীদের মধ্যে মিষ্টিমুখ করার ব্যবস্থা করলেন।

২০২৪ এর লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ আর তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কীর্তি আজাদ। দুই যোজো ধান প্রতিপক্ষ একে অপরকে তীব্র আক্রমণ করলেও দুজন দুজনকে কোন অশালীন মন্তব্য প্রয়োগ করেননি। দেখা যায় নির্বাচনের দিন বর্ধমানের দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়ে করেছিলেন কোলাকুলিও। নির্বাচনে অবশ্য দিলীপ ঘোষ পরাজিত হয়েছিলেন কীর্তি আজাদের কাছে।
শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা মিষ্টি ও ফুলের তোড়া। চুঁচুড়া থেকে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ একাধিক বিধায়ক ও সাংসদকে দেখা যায় শুভেচ্ছা বার্তা পাঠাতে।
বর্তমান পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক হেভিওয়েট নেতা-নেত্রী উপস্থিত হয়েছিলেন তাঁর বাড়িতে শুভেচ্ছা বার্তা জানাতে।

আজ সন্ধ্যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মা সহ বহু অতিথি নিয়ে গোধূলি লগ্নে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ৬১ বছর বয়সে তিনি বিয়ে করলেন। পাত্রী রিঙ্কু মজুমদারের বয়স ৫১ বছর। একদম ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় আত্মীয় পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে। পাত্রী সোনালী পাড়ের লাল বেনারসিতে সেজেছেন, মাথায় রয়েছে চোলি এবং ছোট্ট মুকুট। মানানসই সোনার গয়না গলায়, কানে ঝুমকো দুল, কপালে লাল টিপ লম্বা টিকলি। বেশ লাগছিল তাকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular