রাজনাথ সিং বলেছেন, জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পেছনে যারা আছে তাদের ছাড়া হবে না
হামলার পিছনে যারা ষড়যন্ত্রকারী রয়েছেন তাদেরও যোগ্য জবাব দেওয়া হবে
দিনাজপুর বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ বায়ুসেনার একটি অনুষ্ঠানে পহেলগাঁও এর জঙ্গিহানার তীব্র নিন্দা করে বলেন যে সরকার শুধুমাত্র হামলাকারীদের এই নয়, এই হামলার পিছনে যারা ষড়যন্ত্রকারী রয়েছেন তাদেরও যোগ্য জবাব দেওয়া হবে।
ভারত এমন জবাব দেবে যা গোটা বিশ্ব দেখবে!
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন। জম্মু ও কাশ্মীর এর পহেলগাঁওয়ের জঙ্গিহানার করা নিন্দা করেছেন তিনি। তিনি বলেন ভারত এমন জবাব দেবে যা গোটা বিশ্ব দেখবে।
তিনি আরও বলেন, গতকাল পহেলগাঁওতে নির্দিষ্ট একটি ধর্মকে নিশানা করে জঙ্গীরা কাপুরুষোচিত কাজ করেছে, যেখানে বহু নিরাপদ মানুষদের প্রাণ হারাতে হয়েছে। আমি দেশবাসীদের আশ্বাস দিয়ে বলতে চাই, যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। আমরা শুধুমাত্র এই হামলার সঙ্গে যুক্ত অপরাধীদেরই নয়, এর পিছনে ষড়যন্ত্রকারীদের কাছেও পৌঁছব। হামলায় অভিযুক্তরা শীঘ্রই স্পষ্ট ও জোরালো উত্তর পাবে। আমি দেশকে আশ্বাস দিচ্ছি।
অভিযুক্তরা শীঘ্রই স্পষ্ট ও জোরালো উত্তর পাবে – প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের তিন বাহিনীর প্রধান ও চিপ অফ ডিফেন্স স্টাফ এর সঙ্গে দেখা করেন কাশ্মীরের জঙ্গি হানা নিয়ে চলে দীর্ঘ বৈঠক আলোচনা। এরপরে ই বৈঠক শেষে তিনি মঞ্চে দাঁড়িয়ে হুংকার দিয়ে বলেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট। সন্ত্রাসবাদ নিয়ে জিরো টলারেন্স নীতি ভারতের। আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ করব।
Union Defense Minister Rajnath Singh has said that terrorists will be given a befitting reply