পঞ্জাব বিমানঘাঁটিতে আবারও পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
পঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
আদমপুর: গতকাল সোমবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, অপারেশন সিদুরের (Operation Sindoor) সাফল্য এসেছে ভারতীয় সেনার হাত ধরেই। তিনি পঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে বক্তব্যে পরিষ্কার বলেছেন – তিনটি সূত্রের কথা এবং নয়া ভারতের সংজ্ঞা। নয়া ভারতের জীবন তিন সুত্রে গাঁথা। সেই সূত্রগুলি সম্বন্ধে তিনি ব্যাখ্যাও করেছেন।
তিনি বলেন, সন্ত্রাসবাদী হামলা হলে ভারত চুপ করে বসে থাকবে না। নিজের শর্তে জবাব দেবে। ভারত কোন নিউক্লীয়ার ব্ল্যাকমেল বা পরমাণু হুমকি সহ্য করবেনা। সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের আলাদা করে দেখবে না ভারত।
গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বকে তুলে ধরেছেন। বায়ুসেনা সহ অন্যান্য বাহিনীর উদ্দেশ্যে মোদির বক্তব্য, অপারেশন সিদুরের আওয়াজ শত্রুদের কানে পৌঁছেছে। যারা আমাদের মা-বোনদের সিঁদুর মুছেছে। ঘরে ঢুকে তাদের শেষ করা হয়েছে।
জঙ্গিরা কাপুরুষের মতো লুকিয়ে ছিল কিন্তু আমাদের সেনাবাহিনী সেখানে গিয়ে তাদের নিকেশ করেছে। পঞ্জাবের আদমপুরে (Adampur in Punjab) ভারতীয় সেনাবাহিনী উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ওদের সামনে থেকে হামলা করেছেন। জঙ্গিদের নয়টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন। একশ জনেরও বেশি জঙ্গিকে শেষ করেছেন। শুধু জঙ্গি নয় পাকিস্তান সেনাকেও মোক্ষম জবাব দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি (PM Narendra Modi) আরোও বলেন, আপনারা পাকিস্তান সেনাকে বুঝিয়ে দিয়েছেন, জঙ্গিরা যেখানে বসে শান্তির নিঃশ্বাস নেবে, সেখানে ঢুকে আপনারা মারবেন। অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এক সুতোয় বেঁধেছে সকল দেশবাসীকে।
পাঞ্জাবের আদমপুরের বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী সেনাবাহিনী সদস্যদের সঙ্গে ছবিও তোলেন। এই বায়ুসেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং দ্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। ভারতীয় বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের বিরুদ্ধেও সুর ছড়িয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল শুধু সন্ত্রাসবাদের হেডকোয়াটার ধ্বংস করা। কিন্তু পাকিস্তান যাত্রীবাহী বিমানকে সামনে রেখে ষড়যন্ত্র করেছিল তারা। কিন্তু আমাদের সেনাবাহিনী নিখুঁতভাবে সেই সকল যাত্রীবাহী বিমানের কোনো ক্ষতি না করে আঘাত হেনেছে। পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর উচ্ছ্বসিত প্রশংসাও করেন।
তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, আমাদের নয়া ভারত সর্বদাই শান্তি চাই। কিন্তু কেউ যদি মানবিকতাকে আঘাত করে তবে ভারতও যুদ্ধ নামতে ভাববে না।
PM Narendra Modi Again Raised Voice Against Pakistan at Punjab Airbase