ভারতের নিরাপত্তা সংস্থা পহেলগাঁও হামলায় জড়িত চার জঙ্গিকে শনাক্ত করল
দিনাজপুর বার্তা ডিজিটাল ব্যূরো: গতকাল মঙ্গলবার দুপুরে জম্বু ও কাশ্মীরের পহেলগাঁও হামলায় দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দি রেজিস্টেন্স ফ্রন্ট (টিআরএফ)। গোয়েন্দা সূত্রে খবর ওই চার জঙ্গি টি আর এফ এর সদস্য, তবে হামলার মূল চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। জানা যায়, তিনি লস্করের অন্যতম প্রধান সদস্য। ইতিমধ্যেই হামলাকারী চার জঙ্গিকে শনাক্ত করে ছবি প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থা।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নির্বিচারে গুলি চালায় ওই জঙ্গিরা। ওই হামলাকারী চারজন ছাড়াও আরোও কয়েকজন এই ঘটনায় থাকার সম্ভাবনা। সবটায় খতিয়ে দেখছে ভারতীয় গোয়েন্দা বাহিনী। গোয়েন্দা সূত্রে খবর, হামলাকারী চার জঙ্গি হল আদিল, আসিফ ফুজি, সুলেমান এবং আবু তালহা। প্রত্যেকের হাতে ছিল একে ৪৭-এর মতো অত্যাধুনিক অস্ত্র এবং মুখে ছিল মাস্ক। তদন্তকারী সংস্থা তাদের সশস্ত্র ছবি প্রকাশ করেছে। ইতিমধ্যে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের হামলার ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে। পহেলগাও হামলায় নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছেন তিনজন।
সংবাদ সূত্রে জানা যায়, পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট (সংক্ষেপে টিআরএফ) এই হামলা ঘটনোর দায় স্বীকার করেছে। গোয়েন্দা সূত্রে খবর ওই জঙ্গিরা টিআরএফ এর সদস্য। তাদের মধ্যে হামলার মূল চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। তিনি লস্করের অন্যতম প্রধান। এছাড়াও জঙ্গি গোষ্ঠীর অন্যতম মাথা তথা ভারতের ওয়ান্টেড তালিকায় থাকা হাফিজ শহীদের ঘনিষ্ঠ বলেও পরিচিত সইফুল্লা। এই ঘটনায় সারাদেশ আতঙ্কিত।
আজ বুধবার সকালে মৃতদের পরিবারের সঙ্গে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি একস্ হেন্ডালে লেখেন – ভারী হৃদয়ে শ্রদ্ধা জানাচ্ছি পহেলগাঁও হামলায় নিহতদের। ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না। এই নৃশংস জঙ্গি হামলার অপরাধীরা রেহাই পাবে না।
জম্মু ও কাশ্মীর সরকার নিহতদের পরিবার কিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি গুরুতর জখম ব্যক্তিদের জন্য ২ লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম গুরুতর আহতদের জন্য এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন।
Pahalgam Terror Attack -চার সন্দেহভাজন জঙ্গির ছবি প্রকাশ