Thursday, October 9, 2025
HomeGames and SportsCricketVaibhav Suryavanshi Becomes Youngest Cricketer to Make IPL Debut

Vaibhav Suryavanshi Becomes Youngest Cricketer to Make IPL Debut

ক্রিকেট বিশ্ব আজ স্তব্ধ। মাত্র ১৪ বছর বয়সে ইতিহাস গড়ে ফেলল এক খুদে মেগাস্টার

Vaibhav Suryavanshi becomes youngest cricketer to make IPL debut

আইপিএলের ইতহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান Vaibhav Suryavanshi IPL- 2025

নিজস্ব সংবাদদাতা:বিহারের সমস্তিপুরের তাজপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম বৈভব সূর্যবংশী, বাবা সঞ্জীব একজন কৃষক। পরিবারের খরচ চালানোর জন্য আছে ১ টি দোকান। এই রকম পরিবারে লেখা-পড়া আর কাজ বাদ দিয়ে ক্রিকেট খেলা এক প্রকার বিলাসিতাই। কিন্ত তাঁর বাবা সঞ্জীব যে ছেলের স্বপ্নপূরন করতে চেয়েছেন। জানা যায় ছেলের ক্রিকেট শেখার জন্য় তিনি তার জমি বিক্রি করে দিয়েছিলেন।

আজ মাত্র ১৪ বছর ৩২ দিনে সেই ছেলে যখন আইপিএলের (Indian Premier League) ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হন। বাবার চোখে কি জল? কে জানে!, বিস্ময়ের ঘোর যেন কাটছেই না। চোখে যা দেখলাম তা সত্যি নাকি মায়াবী ভ্রম?

মাত্র ৪ বছর বয়সে বাবার হাত ধরে ক্রিকেটে হাতেখড়ি। এরপর এগিয়ে যাওয়ার গল্প। বয়স যখন সাড়ে ৭, বাবা নিয়ে গেলেন পাটনার ক্রিকেট একাডেমীতে। বাড়ি থেকে ক্রিকেট একাডেমির দূরত্ব ১০০ কিলোমিটার। এতদূরে যাওয়া কষ্ট বৈকি। কিন্ত থামলে চলবে কেন? বৈভব ভোর ৪ টার সময় বের হতেন, একাডেমিতে পৌঁছতে বেজে যেত সাড়ে ৭ টা। মা তৈরি করে দিতেন খাবার। আর এরপর কোচ মনীষ ওঝা একটু একটু করে তৈরী করেছেন ছোট্ট বৈভবকে।

বাঁহাতি এই ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে এই বছরেই অভিষেক হয় বিহারের জার্সিতে। তারপর খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজে। সেখানে প্রথম টেস্টে সেঞ্চুরি করে বৈভব। ১২ বছর ২৮৪ দিন বয়সে রনজিতে অভিষেক হয় তার। আইপিএল নিলামে ১ কোটি ১০ লাখে বিক্রি হওয়া বৈভব আজ যেন কিছুটা প্রতিদান দিলেন। আইপিএলের প্রথম দিকে বৈভবকে খেলায়নি রাজস্থান রয়্যালস। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। রাজস্থান রয়্যালসের ১৪ বছরের ক্রিকেটার ইনিংসের শুরুটাই করেছেন ছক্কা মেরে।

৩৮ বলে ৭ চার আর ১১ টা ৬ এ করলেন ১০১। ভেঙ্গে দিলেন মনীষ পান্ডের রেকর্ড। মনিষ পান্ডে ২০০৯ সালে ১৯ বছর ২৫৩ দিনে আইপিএলে সেঞ্চুরি করে সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়েছিলেন। আর বৈভব সূর্যবংশী? আইপিএলের জন্ম ২০০৮ সালে। বৈভবের জন্ম ২০১১ সালের ২৭ মার্চ। আইপিএল জন্মের পর জন্ম নেওয়া ছেলেটা আজ ১৪ বছর ৩২ দিনে মনীষ পান্ডের রেকর্ড ভেঙ্গে সর্বকনিষ্ঠ আইপিএল সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন।

৩০ বলে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে সেঞ্চুরির রেকর্ড গেইলের। বৈভবের সেঞ্চুরি করতে লাগল মাত্র ৩৫ বল এবং এই বিস্ময় বালক আইপিএল ইতিহাসে দ্রুত গতির সেঞ্চুরির দিক দিয়ে ২য় অবস্থানে ভাবা যায়? অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই। এই আইপিএলে এই কিশোর গেইলের রেকর্ড ভেঙ্গে দিলেও অবাক হবো না। আইপিএলের প্রথম ম্যাচে ফিফটি না পেয়ে কেঁদেছিল যে কিশোরটা, সেই কিশোরটাই ক্রিকেট উপহার দেওয়ার মত অনেক বিস্ময় নিয়ে এসেছে. ঐ নতূনের কেতন উড়ে, নামটা মনে রাখুন বৈভব সূর্যবংশী।

ক্রিকেটবিশ্ব আজ স্তব্ধ। মাত্র ১৪ বছর বয়সে ইতিহাস গড়ে ফেলল এক খুদে ‘মেগাস্টার’ বৈভব সূর্যবংশী।

তার বাবা কৃষি জমি বিক্রি করে তাকে ক্রিকেটের কোচিং এ ভর্তি করে দিয়েছিলেন। বাবার মান রাখলো সে। আইপিএল ২০২৫-এর ৪৭তম ম্যাচ – চিরকাল মনে রাখবে ক্রিকেট দুনিয়া। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নামা মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী মাত্র ৩৮ বলে করলো ১০১ রান। চোখ ধাঁধানো ইনিংস, আর রেকর্ড বই যেন উলটে গেল এক ঝটকায়।

এই নজরকাড়া ইনিংসের সময় সে অনেকগুলো রেকর্ড গড়েছে বা ভেঙেছে, দেখে নিন এই বিস্ময় বালকের কীর্তিগুলো-

১. দ্বিতীয় দ্রুততম আইপিএল শতরান (৩৫ বল)। শুধু ক্রিস গেইল (৩০ বল, ২০১৩) তাঁর আগে রয়েছে। আর ভারতীয় ক্রিকেটার হিসেবে এটাই দ্রুততম শতরানের রেকর্ড – ইউসুফ পাঠানের ৩৭ বলের শতরানকে টপকে দিল বৈভব সূর্যবংশী।
২. ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করে সূর্যবংশী হলেন পেশাদার ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। আগের রেকর্ড ছিল বিজয় জোলের (১৮ বছর, ১১৮ দিন)।
৩. মাত্র ৩ ইনিংসে শতরান করে দ্রুততম ভারতীয় সেঞ্চুরিয়ানের খেতাব।
৪. ১৭ বলে ৫০ রান। আইপিএলে কোনও আনক্যাপড ভারতীয় ব্যাটারের সবচেয়ে দ্রুত ৫০ রান – যা আগে ছিল যশস্বী জসওয়ালের (১৯ বল) নামে।
৫. এক ইনিংসে ১১ ছক্কা। ভারতীয় ব্যাটার হিসেবে মুরলি বিজয়ের পাশে বসে গেল সে।
৬. ৯৩.০৬% রান বাউন্ডারি থেকে। ৭টি চার, ১১টি ছক্কা।
৭. ৩০ রান দেওয়া কারিম জানাতের প্রথম ওভার আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রথম ওভার।
৮. পাওয়ার প্লেতে ৮৭/০। রাজস্থানের ইতিহাসে সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর।
৯. ১৬৬ রানের ওপেনিং জুটি সূর্যবংশী ও যশস্বী জসওয়ালের। মাত্র ১১.৫ ওভারে। রাজস্থানের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ।
১০. ২০০+ রান তাড়া করে জয়, তাও ২৫ বল হাতে রেখে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ বল হাতে রেখে রান তাড়ার রেকর্ড।

১৪ বছরের একটি কিশোর যখন বলের পর বল মাঠের বাইরে পাঠাচ্ছে, রেকর্ড গড়ছে একের পর এক, তখন প্রশ্ন একটাই – এই কিশোরটি কি নতুন যুগের সচিন, বিরাট কহলি বা ধোনি হতে চলেছে?

Vaibhav Suryavanshi Becomes Youngest Cricketer to make IPL Debut

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular