Thursday, October 9, 2025
HomeCricketIndian Premier LeagueIPL 2025 পুনরায় শুরু ১৭ই মে BCCI-এর সিদ্ধান্ত

IPL 2025 পুনরায় শুরু ১৭ই মে BCCI-এর সিদ্ধান্ত

IPL 2025 পুনরায় শুরু ১৭ই মে BCCI-এর সিদ্ধান্ত

IPL 2025 Match Restart on 17 May BCCI Decide

আগামী ১৭ই মে থেকে শুরু হবে আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব।

নিজস্ব সংবাদদাতা – মুম্বই: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল ২০২৫ এর ক্রিকেট খেলা স্থগিত রয়েছে কিছুদিন ধরে। আগামী ১৭ই মে সেই খেলা শুরু হতে চলেছে সংবাদ সূত্রের খবর। সরকার, নিরাপত্তা সংস্থা এবং সকল গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে পরামর্শের পর, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (The Board of Control for Cricket in India) – (BCCI) আগামী ১৭ই মে থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ এর বাকি খেলাগুলি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত ম্যাচ ছয়টি নির্ধারিত ভেন্যুতে খেলা হবে।

আগামী ১৭ই মে থেকে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। ফাইনাল খেলা হবে আগামী জুন মাসের তিন তারিখে। সমস্ত ম্যাচ খেলা হবে ৬টি ভেনুতে।

আগামী ১৭ই মে থেকে শুরু হবে আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। এবং আগামী জুন মাসের তিন তারিখে ফাইনাল খেলা হবে। মোট ১৭টি ম্যাচ খেলা হবে ছটি ভেন্যুতে। এই ছয়টি ভেন্যু হল বেঙ্গালুরু, লখনৌ, দিল্লি, মুম্বই, আমেদাবাদ ও জয়পুর। প্লে অফের প্রথম কোয়ালিফায়ার হবে আগামী 29 মে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে আগামী জুন মাসের ১ তারিখে।

আইপিএল টুর্নামেন্টের প্লে অফ এবং ফাইনাল ম্যাচ কোন ভেন্যুতে হবে তা এখনো ঘোষণা করা হয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল ফাইনাল ম্যাচ। কিন্তু পরবর্তী সূচিতে ইডেন গার্ডেন্স এ কোন ম্যাচই রাখা হয়নি। সেক্ষেত্রে ফাইনাল খেলা ইডেন গার্ডেন্সে হবে কিনা তা নিয়ে দর্শকদের মধ্যে চাপা উন্মাদনার সৃষ্টি হয়েছে।

IPL 2025 নতুন সূচিতে ১৭ই মে প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR), এবং তার প্রতিপক্ষ হল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এটি খেলা হবে কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত চিন্নাস্বামী স্টেডিয়ামে। ১৮ই মে দুটো ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ রাজস্থান রয়ালস মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের সঙ্গে। দ্বিতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসগুজরাট টাইটনস দলের সঙ্গে। ১৯শে মে লখনও সুপার জেইন্টসসানরাইজারস হায়দ্রাবাদের লড়াই হবে। ২০শে মে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে। ২৩শে মে মুখোমুখি হবে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ২৪শে মে পাঞ্জাব কিংস এর সঙ্গে দিল্লী ক্যাপিটালের খেলা হবে।

IPL 2025 Restart on 17 May Decided by BCCI

২৫শে মে দুটো ম্যাচ খেলা হবে।

২৫শে মে প্রথম ম্যাচ গুজরাট টাইটেলসের সঙ্গে চেন্নাই সুপার কিংসের লড়াই। আরেকটি হল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে। ২৬শে মে খেলা হবে পাঞ্জাব কিংস-এর সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স-এর। গ্রুপের শেষ ম্যাচটি ২৭শে মে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখন‌উ সুপার জেইন্টস এর মধ্যে হবে।

IPL 2025 Restart on 17 May – BCCI Decide

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular